62010 আমার দেখা মজার কিছু GIF এনিমেশান ( আপনিও দেখে নিন )guitar_rCowboy guitar আমার দেখা মজার কিছু GIF এনিমেশান ( আপনিও দেখে নিন )

                                                                                                

Tuesday, January 19, 2016

কিভাবে পেইজা তে একাউন্ট খুলবেন এবং টাকা তুলবেন?

How To Open Payza Account & Get mony-

এলার্টপে (AlertPay) অনলাইনে টাকা পাঠানো এবং রিসিভ করার নিরাপদ মাধ্যম। এলার্টপে বর্তমানে নাম পরিবর্তন করে পেইজা (Payza) রেখেছে। যাই হোক এখন আমি আপনাদের কিভাবে একাউন্ট খুলতে হয় এবং টাকা উঠাতে হয় সে ব্যাপারে বলবোঃ . . .

প্রথমে এখান থেকে ফ্রী Sign Up করুন । Payza তে ৩ ধরনের একাউন্ট আছে। আপনি Personal Pro একাউন্ট Select করে সাইন আপ করুন। সাইন আপ শেষ হলে আপনাকে একটি ইমেইল পাঠাবে পেইজা (Payza) থেকে। আপনি আপনার ইমেইল একাউন্টে লগ ইন করে পেইজা (Payza) থেকে পাঠানো লিংকটিতে ক্লিক করে ইমেইল Verify করুন। (যদি লিংকে সরাসরি ঢুকতে না চায় তাহলে লিংকটি কপি করে ব্রাউজারের এড্রেস বারে পেষ্ট করে Enter করুন।)
ইমেইল Verify হয়ে গেলে পেইজাতে লগ ইন করুন তারপর একাউন্টের ডান পাশে উপরে My Profileঅপশনথেকে Email Addresses অপশনটি ক্লিক করুন। যে পেইজ আসবে সেখানে আপনার ইমেইলের পাশে Validated কথাটা লিখা থাকবে।
payza.png

এবার আপনার কাজ হলো ব্যাংক একাউন্ট Add করে Verify করা।


এজন্য বামপাশের My Payza Account অপশনে যান তারপর My Bank Account অপশনে ঢুকে, আপনার প্রয়োজনীয় তথ্য পূরন করে, ও National ID এবং Bank Statement এর কাগজ স্ক্যান করে আপলোড করুন। (যে শাখায় আপনার একাউন্ট আছে সেখান থেকে Bank Statement সংগ্রহ করুন)।এরপর Confirm করুন। Bank Account Validate হতে ৩/৪ দিন লাগতে পারে। ৩/৪ দিন পর Payza থেকে আপনাকে ইমেইল করে Validation এর ব্যাপারে জানানো হবে। Bank Account Validate হয়ে গেলেই আপনি পেইজা থেকে ২৪০ টাকা ( কম বেশি হতে পারে ) ফি বাবদ ব্যাংকে টাকা তুলতে পারবেন |

ধন্যবাদ |

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment